হায়রে টাকা!
লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ১০ ডিসেম্বর, ২০১৪, ০৯:৫৮:২৮ রাত
বহুদিন আগের কথা নয়, হবে! বছর আট। আমি এক বুজুর্গের দরবারে বসা ছিলাম। ইত্যবসরে জনৈক ব্যক্তি একটি প্রাইভেট কার নিয়ে হুজুরের দরবারে আসলেন। কথার ফাঁকে আগুন্তুক অনেকটা অহংবোধে জানানেল, তার মাসিক বেতন ৫০,০০০/- প্রতি মাসে। আগুন্তুকের কথা শুনে আমরা সবাই থ হয়ে রইলাম। ৫০,০০০/- টাকা বেতন! অত টাকা বেতন হয়!!
বর্তমানে শুনি কারো দু লাখ, তিন লাখ বেতন, কেউ কোটি টাকা বেতনে চাকুরি করছে। অনেককে শুনি প্রতি মাসে তার ইনকাম ৪ লাখ, ৫ লাখ। আমাদের এলাকায় জনৈক প্রবাসির প্রতিমাসে ২০কোটি টাকার উপরে ইনকাম।অত বড় অংকের আয়ও যেন বর্তমানে পিকে মনে হচ্ছে। ১৮ বছরের এক যুবককে ৩৫,০০০/- টাকা বেতনে ওমান যাওয়ার কথা বললে আমাকে উত্তর দেয়, বেতন কম না?
বুঝতে পারছিনা যে, টাকার মুল্য কমে গেছে নাকি মানুষের চাহিদা বেড়ে গেছে।
বিষয়: বিবিধ
১২৭০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন